ক্রমশ জটিল হচ্ছে ইউক্রেনের(Ukraine Crisis) পরিস্থিতি। এমতাবস্থায় সে দেশে বসবাসকারী ভারতীয়দের(Indian) জন্য দেশ ছাড়ার ফরমান জারি হল। নির্দেশিকায় পড়ুয়া(Students) এবং ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন(UKraine) ছাড়তে বলা হয়েছে।
জানা গেছে, টাটা গোষ্ঠীর(Tata Industries) এয়ার ইন্ডিয়া(Air India) আগামী ২২, ২৪, ২৬ ফেব্রুয়ারি তিনটি বিশেষ বিমান(Flight) চালাবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিস্পিল থেকে ভারতীয়দের(Indian) উড়িয়ে নিয়ে আসা হবে দেশে(India))।
আরও পড়ুন- Ukraine crisis : ইউক্রেন সীমান্তে পুতিনের হামলার সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত বাইডেন
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য ইউক্রেন(Ukraine) ছাড়ার ফরমান জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিদেশমন্ত্রক ২৪ ঘন্টার কন্ট্রোলরুম খুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য ফরমান জারি করেছিল কিভের ভারতীয় দূতাবাস(Indian Embassy)।