কাবুলে (Kabul) ফের দূতাবাস খোলার বিষয়ে উদ্যোগ নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। তালিবানরা (Taliban) আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসার পর গত প্রায় এক বছর ধরে সেই দেশে ভারতের দূতাবাস বন্ধ। সূত্রের খবর দূতাবাস খোলার জন্য কাবুলে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে ভারত সরকারের একটি দল আফগানিস্তানে গিয়েছিল।
আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পর সেখানে ১৬টি দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। যদিও পরবর্তীতে তাদের অনেকেই ফের দূতাবাস খুলেছে। তবে রাশিয়া, চিন, পাকিস্তান, ইরান সহ কিছু দেশ তালিবানরা ক্ষমতায় আসার পর কখনও তাদের দূতাবাস বন্ধ করেনি। নিরাপত্তা খতিয়ে দেখতে ভারতে থেকে যে দলটি সম্প্রতি আফগানিস্তান গিয়েছিল তারা ফিরে এসে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করে কাবুলে দূতাবাস খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।
বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আংশিক ভাবে হলেও দূতাবাস খোলার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আফগানদের যোগাযোগ রক্ষা, তাঁদের কাছে ভারতের তরফে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দূতাবাস খোলার চেষ্টা চলছে।