গাজা সীমান্ত থেকে ইসরায়েলে রকেট হামলা। এবার ইসরায়েলে (Israel-Palestine Crisis) ভারতীয় অধিবাসীদের জন্য নির্দেশিকা জারি করলে ভারতীয় দূতাবাস (Indian Embassy)।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে সব ভারতীয়দের সুরক্ষিত স্থানে থাকার আবেদন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন যা নির্দেশ দেবে, তা মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করতেও বারণ করা হয়েছে। বিশদে জানার জন্য www.oref.org.il/en -এই ওয়েবসাইট দেখতে হবে। কোনও আপৎকালীন পরিস্থিতিতে +97235226748- এই নম্বরে যোগাযোগ করতে হবে। অথবা cons1.telaviv@mea.gov.in. এই মেল আইডিতে মেল করেও সমস্যার কথা জানানো যেতে পারে। পরবর্তী নির্দেশিকাও সময় মতো জানাবে বলে জানানো হয়েছে, এই বার্তায়।
আরও পড়ুন: ইজরায়েল সীমান্ত পার করছে সশস্ত্র সেনাবাহিনী, ভিডিয়ো প্রকাশ প্যালেস্তাইনের