হামাস ইজরায়েলের যুদ্ধ যেন থামার নাম করছে না। ইজরায়েল শক্তি বাড়িয়ে একেরপর এক হামাস ঘাঁটিতে হামলা চালাতে শুরু করেছে। ইজরায়েল এখনও পর্যন্ত গাজায় ৬০০০ বোমা ফেলেছে বলে জানিয়েছে ওই দেশের বিমান বাহিনী। ট্যুইট করে তারা আরও জানিয়েছে , কয়েক ডজন যুদ্ধবিমান এবং হেলিকপ্টার হামাসের দিকে ধেয়ে গিয়েছে।
Israel-Palestine conflict : আজ সন্ধেয় রওনা বিমানের, শুক্রবারই ইজরায়েল থেকে দেশে ফিরছেন ২৩০ জন ভারতীয়
এই পরিস্থিতিতে, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়ে এদিনই তেল আবিবে পৌঁছেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইজরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রশ্ন উঠছিল কেন, প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছে না ভারত। এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, প্যালেস্টাইনকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবসময় পাশে থাকবে ভারত।
তবে হামাসের হামলাকে দুবারই ‘সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক বার্তা দেওয়া হল।