ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের (Indian students in Ukraine) ওই দেশের সেনার পণবন্দি করার তথ্য অস্বীকার করল ভারত সরকার (Indian Government)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি (Indian students hostage in Ukraine) করার কোনও রিপোর্ট কেন্দ্রের কাছে নেই।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলানোর সম্ভবনা! আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে নতুন তারিখ
ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের পড়ুয়দের পণবন্দি হিসেবে ব্যবহার করে তারপর তাদের 'ঢাল' হিসেবে ব্যবহার করছে ইউক্রেন সেনা (Ukraine force), রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) এমন কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জানিয়েছেন বলে ইতিমধ্যেই একাধিক ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে। তারপরই বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের (External affairs ministry) পক্ষ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
ভারত সরকার জানাচ্ছে, ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের (Indians in Ukraine) প্রতিবেশি দেশ রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা এবং রাশিয়াতে পাঠানোর কাজে সাহায্য করছে কিয়েভ।