ভারতের(India) সঙ্গে যোগাযোগ না করে কোনওভাবেই ইউক্রেন সীমান্তে(Ukraine Border) যাওয়া যাবে না। ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের জন্য এবার এই নির্দেশিকা জারি করল সে দেশের ভারতীয় দূতাবাস(Indian Embassy)।
যুদ্ধ-বিশৃঙ্খলার মধ্যেই, ইউক্রেনের ভারতীয় দূতাবাস(Indian Embassy in Ukraine) একটি বিবৃতি প্রকাশ করেছে। ভারতীয় দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকরা ভারত সরকার এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকায়(Ukraine border area) না যান।
আরও পড়ুন- Ukraine President : 'দেশেই আছি...' ভিডিয়ো বার্তা ইউক্রেন প্রেসিডেন্টে জেলেনস্কির
রাশিয়ার(Russia) বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে(UNSC) আনা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিল না ভারত(India)। আমেরিকা(USA) এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাবের ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি। ভারত ছাড়াও চিন(China) এবং সংযুক্ত আরব আমিরশাহি(UAE) ভোটাভুটিতে অংশ নেয়নি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া(Russia) ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।