ধর্মগ্রন্থ গীতাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ অস্ট্রেলিয়ার সংসদ ভবনে। এমন ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম। ভারতীয় বংশোদ্ভূত বরুণ ঘোষ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সেনেটর পদে শপথ নেন। শপথ নেওয়ার সময় তাঁর হাতে ছিল গীতা। অন্য হাতে ছিল শপথবাক্যের কাগজ।
প্রশংসা প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীরও
এক্স হ্যান্ডেলে সেনেটর বরুণ ঘোষকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং। তিনি লেখেন, "পশ্চিম অস্ট্রেলিয়া থেকে আমাদের নতুন সেনেটর বরুণ ঘোষকে স্বাগত। সেনেটর ঘোষ প্রথম অস্ট্রেলীয়, যিনি ভগবৎ গীতা নিয়ে শপথ বাক্য পাঠ করেছেন।" বরুণ ঘোষকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি আলবানেজও।
কে এই বরুণ ঘোষ
অস্ট্রেলিয়ার পার্থে থাকেন বরুণ ঘোষ। ১৭ বছর বয়স থেকেই অস্ট্রেলিয়ার নিবাসী তিনি। পেশায় তিনি আইনজীবী। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কলা বিভাগে ও আইনে ডিগ্রি আছে তাঁর। পরে কেমব্রিজে আইন নিয়ে পড়াশোনা করেন। অস্ট্রেলিয়ার লেবার পার্টিতে যোগ দিয়ে রাজনীতির কেরিয়ার শুরু করেন তিনি।