আমেরিকার ম্যাসাচুসেটসের অন্যতম অভিজাত এলাকার একটি বাংলো থেকে উদ্ধার হল এক ভারতীয় দম্পতি এবং তাঁদের কন্যার মৃতদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, ঋণের দায়ে জর্জরিত হয়েই আত্মহত্যা করেছেন তাঁরা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উদ্ধার হয় ৫৭ বছরের রাকেশ কমল, তাঁর ৫৪ বছর বয়সী স্ত্রী টিনা এবং ১৮ বছরের মেয়ে আরিয়ানার দেহ। ম্যাসাচুসেটসের রাজধানী বস্টনের থেকে ৩২ কিলোমিটার দূরে ডোভারে ১১টি বেডরুমের বিলাসবহুল বাংলোয় থাকতেন তাঁরা।
কমল ছিলেন ভারতের বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বস্টন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ২০১৬ সালে দিল্লি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী স্ত্রী টিনার সঙ্গে মিলে তিনি 'এডুনোভা' নামে একটি শিক্ষা সংক্রান্ত সংস্থা খুলেছিলেন৷ সেই ব্যবসা প্রথমে লাভের মুখ দেখছিল। ২০১৯ সালে ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকায় ১৯ হাজার বর্গফুটের বাংলো কিনেছিলেন তাঁরা। কিন্তু পরে তাঁদের ব্যবসা মুখ থুবড়ে পড়ে। ২০২১ সালে বন্ধ হয়ে যায় এডুনোভা। বাংলোর ঋণ আর শোধ করতে পারেননি তাঁরা। বছরখানেক আগে সেই বাংলো কিনে নেয় একটি সংস্থা। ২০২২ সালের সেপ্টেম্বরে টিনা নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেন।