৩৫ বছর ধরে ৪৮ জন মহিলা রোগীকে যৌন হেনস্থা (Physical Harrasment) ! এই মারাত্মক অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বিরুদ্ধে । এই নিয়ে মামলা চলছিল । তিনি এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন । বিচারক আগামী মাসে সাজা ঘোষণা করবেন । ততদিন পর্যন্ত পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেওয়া হয়েছে ওই চিকিৎসককে (Indian Origin Doctor) ।
৭২ বছরের কৃষ্ণ সিং স্কটল্যান্ডের চিকিৎসক । চিকিৎসার নামে মহিলা রোগীদের চুম্বন করা, পরীক্ষা করার ছুতোয় তাঁদের শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়া, এমনকি মহিলা রোগীদের সঙ্গে অশালীন ভাবে কথা বলা— এ রকম নানা অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে । গ্লাসগো হাইকোর্টে এই মামলা চলছিল ।
স্কটল্যান্ডের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যৌন হেনস্থার ঘটনাগুলি ঘটেছে ১৯৮৩ থেকে ২০১৮-র ফেব্রুয়ারির মধ্যে । বেশির ভাগই ঘটনা ঘটেছে নর্থ লানার্কশায়ারে চিকিৎসকের চেম্বারে । এ ছাড়াও হাসপাতাল, এমনকি রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসার সময়েও তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ ।
২০১৮-তে এক মহিলা চিকিৎসক সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিল পুলিশ । অভিযোগকারীর তরফের আইনজীবী অ্যাঞ্জেলা গ্রে আদালতে জানিয়েছেন, মহিলাদের যৌন হেনস্থা করা একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল চিকিৎসক সিংহের। তিনি বলেন, “কখনও অপ্রত্যক্ষ ভাবে, কখনও সরাসরি মহিলা রোগীদের যৌন হেনস্থা করতেন তিনি ।”
সিং ব্রিটেনের একজন খ্যাতনামা চিকিৎসক । চিকিৎসায় তাঁর অবদানের জন্য মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মানও পেয়েছেন কৃষ্ণ সিং । চিকিৎসকের বিরুদ্ধে ৫৪টি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি । তার মধ্যে বেশির ভাগই যৌন হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগ রয়েছে ।