আমেরিকায় ফের রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার। নতুন বছরে এই নিয়ে পাঁচ ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। মৃত পড়ুয়ার নাম সমীর কামাথ। তিনি ইন্ডিয়ানার পাহজু ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। সোমবার একটি পার্ক থেকে সমীরের দেহ উদ্ধার হয়। বিবৃতি দিয়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনিক বিবৃতিতে জানা গিয়েছে, ২৩ বছর বয়স সমীরের। পাহজু বিশ্ববিদ্যালয় থেকে গতবছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকত্তোর হন। আমেরিকার নাগরিকত্বও পেয়ে গিয়েছিলেন। ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় তাঁর গবেষণার কাজ শেষ হওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: গীতা নিয়ে সেনেটর হিসেবে শপথগ্রহণ, অস্ট্রেলিয়ায় নজির গড়লেন বরুণ ঘোষ
উল্লেখ্য, গত সপ্তাহেই এই বিশ্ববিদ্যালয় থেকে এক ভারতীয় পড়ুয়ার রহস্যজনক ভাবে মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম নীল আচার্য। চলতি বছরই আরও তিন ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়।