ফের মার্কিন ভূখণ্ডে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। চলতি বছরে এই নিয়ে এমন ঘটনা ঘটল চতুর্থবার। চলতি সপ্তাহে ঘটল তৃতীয়বার। জানা গিয়েছে, ওহিও'র লিন্ডার স্কুল অব বিজনেসের ১৯ বছরের ওই পড়ুয়ার নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। তাঁর অভিভাবকরা হায়দরাবাদবাসী হলেও শ্রেয়সের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ছিল।
শ্রেয়সের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে জল্পনা শুরু হলেও 'অস্বাভাবিক মৃত্যু'-র তত্ত্ব নাকচ করে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
যদিও, এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর নিউ ইয়র্কের ভারতীয় মিশনের পক্ষ থেকে ক্ষোভপ্রকাশ করে এবং ঘটনার যথাযথ তদন্ত দাবি করে একটি টুইট করা হয়।