ব্রিটেনের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়া হয়নি ঋষি সুনকের। দীর্ঘ লড়াইয়ের পর ১০ ডাউনিং স্ট্রিট গেছে লিজ ট্রাসের দখলে। তবে আরেক ভারতীয় বংশোদ্ভূতকেই দেশের গুরুদায়িত্ব সামলানোর ভার দিলেন লিজ। ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্য়ানকে।
কনজারভেটিভ পার্টির এই সদস্য এতদিন বরিস জনসনের সরকারে অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করেছেন। জানা গিয়েছে, নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস নিজেই সুয়েল্লার নাম সুপারিশ করেছেন তাঁর সচিবালয়ের জন্য।
সুয়েল্লা নিজে ভারতে জন্মাননি, কিন্তু, মা-বাবা দুইজনই ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা উমা তামিল হিন্দু এবং তাঁর বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ়ের পরিবার গোয়ার বাসিন্দা। ৪২ বছরের সুয়েল্লা দুই সন্তানের মা।
ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণের পরই সুয়েল্লার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ব্রেক্সিটের জট ছাড়ানো।