আমেরিকায় (US) তিন সপ্তাহ ধরে নিখোঁজ এক ১৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী (Indian Origin Student)। পুলিশ সূত্রে খবর, পরিবারে মায়ের চাকরি আগেই গিয়েছিল। বাবাও চাকরি হারালে, আমেরিকায় বাস করা সম্ভব হবে না। সেই আশঙ্কাতেই বাড়ি ছেড়েছে ওই কিশোরী।
আমেরিকার আরকানসাসের কনওয়ে শহরে বসবাস করেন তনভি মরুপল্লি। কনওয়ে পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত ১৭ জানুয়ারি ওই ছাত্রীকে শেষবার দেখা যায়। এখনও বাড়ি ফেরেননি তনভি। তদন্তকারীদের অনুমান, বাবার চাকরি গেলে, তাদের ভারতে ফেরানো হতে পারে, এমনই আশঙ্কা করেছে ওই কিশোরী। সেই কারণেই হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে সে।
আরও পড়ুন: ২১ হাজার ছাড়াল মৃত্যু, তুরস্ক-সিরিয়াকে আর্থিক অনুদানের ঘোষণা বাইডেন সরকারের
আমেরিকার এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী তনভির বাবা পবন রায় মরুপল্লী। মাথায় ছাঁটাইয়ের খাড়া ঝুলছে বলে মনে করেছিল তনভি। সম্প্রতি চাকরি হারিয়ে পরিবার ছেড়ে ভারতে ফিরেছেন তাঁর স্ত্রী শ্রীদেবী ইয়াদারা। এবার পবনের উপর আর্থিকভাবে নির্ভরশীল দেখিয়ে ভিসার আবেদন করতে হবে। এই নিয়েই আশঙ্কা তৈরি হয়েছিল তনভির মনে।