ইউক্রেনের খারকিভে ভারতীয় ছাত্রের (Indian student killed) মৃত্যু। জানা গিয়েছে, রুশ সেনাবাহিনীর বোমা বর্ষণে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ভারতের বিদেশমন্ত্রক এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
নিহত ভারতীয় ছাত্রের নাম নবীন (Nabeen)। মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে বিস্ফোরণে মৃত্যু হয় কর্নাটকের চালাগেরির বাসিন্দা নবীনের। খারকিভের মেডিক্যাল কলেজের পড়ুয়া ছিলেন নবীন।
ইউক্রেন থেকে উদ্ধারে এবার বায়ুসেনাকে নির্দেশ প্রধানমন্ত্রীর, দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ
ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে অরিন্দম বাগচি (Arindan Bagchi) টুইট করে জানিয়েছেন, "মঙ্গলবার সকালে খারকিভে বোমা বর্ষণে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে। নিহত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা। বিদেশমন্ত্রকের তরফে ওই ভারতীয় ছাত্রের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এই ঘটনার পর রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছেন বিদেশ সচিব। খারকিভ সহ ইউক্রেনের প্রতিটি শহর থেকে ভারতীয়দের নিরাপদ মুক্তির দাবি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্দেশে এবার আরও গতি পাচ্ছে 'অপারেশন গঙ্গা' (Oparetion ganga)। এবার রুশ (Russia)-ইউক্রেনের (Ukraine) যুদ্ধে মাঝে আটকে পড়া ভারতীয়দের (Indian) উদ্ধারে বিশেষ বিমান পাঠাবে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সরকারি সূত্রে জানা গিয়েছে, একাধিক সি-সেভেনটিন বিমান পাঠিয়ে ভারতীয়দের ওই জায়গা থেকে উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। এরমধ্যেই এবার দ্রুত ইউক্রেন ছাড়ার জন্য ভারতীয়দের নতুন নির্দেশিকা দিল দিল্লি।