ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের (Indian students in Ukraine) সংকট ক্রমশ গভীর হচ্ছে। রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন (Indian student got hospitalised after being shot in Ukraine) এক পড়ুয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine war) একজন ভারতীয় পড়ুয়ার প্রাণ হারানোর ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের এই ঘটনা ঘটল।
সংবাদসংস্থা ANI-কে অসামরিক পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং পোল্যান্ডের রজেসজৌ বিমানবন্দরে দাঁড়িয়ে এই তথ্য দেন।
আরও পড়ুন: রাশিয়ার হামলা, দাউ দাউ করে জ্বলছে ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ওই ভারতীয় পড়ুয়ার পরিচয় এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine crisis) ছেড়ে যেনতেন প্রকারেণ পালাতে চাইছেন পড়ুয়ারা (Indian students in Ukraine)। বিভিন্নধরনের হেনস্তারও শিকার হতে হচ্ছে তাঁদের। কখনও কনকনে ঠান্ডার মধ্যেও ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, কখনও গুলি ছুড়ে ভয় দেখানো হচ্ছে, আবার কখনও 'কাগজপত্র' নিয়েও হেনস্তা করা হচ্ছে তাঁদের। ভারতের পক্ষ থেকে বিষয়টির ওপর নজর রাখছেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজ্জু এবং অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিং।