রাশিয়া-ইউক্রেন যুদ্ধে(Russia-Ukraine War) গুলিবিদ্ধ হলেন আরেক ভারতীয় ছাত্র(Indian Student)। গুলিবিদ্ধ ওই ভারতীয় ছাত্রের নাম হরজ্যোৎ সিং(Harjot Singh)। তাঁর কথায়, বারবার সাহায্য চাওয়া হলেও ইউক্রেনের ভারতীয় দূতাবাস(Indian Embassy) থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি।
ইউক্রেনের রাজধানী কিয়েভের(Kyiv) এক হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন হরজ্যোৎ। যুদ্ধের চতুর্থ দিন, ২৭ ফেব্রুয়ারি কিয়েভ ছাড়ার মুহূর্তে তাঁর গুলি লাগে। ট্যাক্সি করে কিয়েভ থেকে লভিভে পালানোর সময় একটি চেকপয়েন্টে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সেখানেই আক্রান্ত হন হরজ্যোৎ(Harjot Singh)। তাঁর বাঁ পায়ের হাঁটু, বুকে এবং ডান পায়ের পাতায় গুলি লাগে।
আরও পড়ুন- Peshawar Blast: পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৩০ জন
ঘটনার ৪ দিন পর, ২ মার্চ, কিয়েভের(Kyiv) হাসপাতালে হরজ্যোতের জ্ঞান ফেরে। আক্রান্ত ওই ভারতীয় ছাত্রের(Indian Student) কথায়, 'আমি যেন আবার নতুন জীবন পেলাম। আমি ভারতে ফিরতে চাই এবং নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।' তিনি আরও জানান, তাঁর জ্ঞান ফিরে হাসপাতালে পক্ষ থেকে তাঁকে ফোন দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ভারতীয় দূতাবাসের(Indian Embassy In Ukraine) সঙ্গে বারবার যোগাযোগ করেও লাভ হয়নি। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস কিয়েভ(Kyiv) থেকে লভিভে(Lviv) স্থানান্তরিত হয়েছে। প্রায় প্রতিদিন ভারতীয় দূতাবাস থেকে সাহায্য চাইলেও বিনিময়ে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বলে দাবি ওই ভারতীয় ছাত্রের।
উল্লেখ্য, চূড়ান্ত তথ্যের ওপর ভিত্তি করে গত ১ মার্চ ভারত সরকার(India Govt.) দাবি করেছিল, কিয়েভে নেই আর কোনও ভারতীয়(Indians)।