পানীয় জল শেষ হয়ে গিয়েছিল। খাবারও ফুরিয়ে আসছিল। এভাবেই কেটেছে ইউক্রেনে থাকা কম বেশি প্রতিটা ভারতীয় পড়ুয়ার। অবশেষে ত্রাণ পৌঁছল তাঁদের কাছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম এবং রেডক্রসের যৌথ উদ্যোগে খাবার, পানীয়, ত্রাণ পৌঁছেছে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শহর সুমি-তে।
দিন কয়েক আগেই সুমিতে থাকা ভারতীয় পড়ুয়ারা ভিডিও পাঠিয়েছিলেন এডিটরজি-কে। বরফ গলিয়ে তা-ই পান করে কীভাবে প্রাণে বেঁচেছেন তাঁরা, ভিডিওই বলে দিচ্ছিল সব।
ইশিকা সরকার নামের এক পড়ুয়া জানিয়েছিলেন, তাঁর কাছে সব মিলিয়ে কয়েক টুকরো পাউরুটি, পাঁচ লিটার জল আর কিছু ডিম রয়ে গিয়েছে। বড় জোর দিন পাঁচেক চলবে তাতে।
৪ মার্চ, ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের সুমি শহরে প্রায় ৭০০-র কাছাকাছি ভারতীয় আটকে। তাঁদের নিরাপদে থাকার এবং অযথা ঝুঁকি না নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।