যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে(Ukraine) একের পর এক হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ছে। যুদ্ধের(Ukraine-Russia War) মাঝেই ৪০ জনের একটি ভারতীয় ছাত্রদের দল পায়ে হেঁটে রওনা দিয়েছে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের(Ukraine-Poland border) উদ্দেশ্যে। ক্যামেরাবন্দি হয়েছে সেই দৃশ্য।
সূত্রের খবর, ওই ভারতীয় ছাত্রদের(Indian Students) দলটি লেভিভের ডেনলো হ্যালিটস্কি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(Daynlo Halytsky Medical University) পড়াশোনা করতেন। যুদ্ধ লাগার পর কলেজের বাসে করে তাঁদের ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৮ কিমি দূরে নামিয়ে দেওয়া হয়। তারপর বাকি রাস্তাটুকু তাঁরা পায়ে হেঁটে অতিক্রম করেন।
আর পড়ুন- Russia Ukraine War conflict : ইউক্রেন আত্মসমর্পণ করলে আলোচনায় রাজি রাশিয়া, বৈঠক চিনের সঙ্গে
অন্যদিকে, ভারতীয় ছাত্রদের(Indian Students) আরেকটি দল চেরনিভসি(Chernivtsi) থেকে ইউক্রেন-রোমানিয়া সীমান্তের(Ukraine-Romania Border) উদ্দেশ্যে রওনা দিয়েছে। সংবাদ সংস্থা এএনআই(ANI) সূত্রে খবর, ভারত সরকারের(India Govt.)) বিদেশমন্ত্রক পশ্চিম ইউক্রেনের লেভিভ(Lviv) এবং চেরনিভসিতে(Chernivtsi) সাময়িক অফিস তৈরি করে ভারতীয় ছাত্রদের সাহায্য করা শুরু করেছে।
পোল্যান্ডের ভারতীয় দূতাবাস(Indian Embassy) ইউক্রেনফেরত ভারতীয়দের জন্য একটি পরামর্শ দিয়েছে। যাঁরা পায়ে হেঁটে বা গণপরিবহনে সীমান্ত পেরোনোর চেষ্টা করছেন, তাঁদের শেহিনি-মেডিকা সীমান্তে(Shehyni-Medyka Border) যেতে অনুরোধ করা হয়েছে। যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁদের ক্রাকোভিক সীমান্তে(Krakowiec crossing) যেতে বলা হয়েছে।