ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে মাঝপথে পড়া অসম্পূর্ণ রেখেই ইউক্রেন ছাড়তে বাধ্য হন ভারতের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। এবার তাঁদের জন্য সুখবর দিল ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়া জানিয়েছে, ভারতীয় পড়ুয়ারা চাইলে ক্রেমলিনে এসে ডাক্তারি সম্পূর্ণ করতে পারেন। বৃহস্পতিবার একথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ অ্যাভডিভ।
ওলেগ জানিয়েছেন, ভারতীয়রা উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে বেছে নিতে পারেন রাশিয়াকে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা রাশিয়ায় গিয়ে মেডিকেলের পড়া সম্পূর্ণ করতে পারেন। কারণ ইউক্রেন-রাশিয়ার মেডিকেলের পাঠ্যক্রম প্রায় সমান।’’ পাশাপাশি তাঁর আরও দাবি, বর্তমানে বহু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য রাশিয়াকে বেছে নিচ্ছেন। এমনকি স্কলারশিপের জন্যও আবেদন করছেন বহু ভারতীয় পড়ুয়া।
আরও পড়ুন- Dubai man viral: চাকরি না পেয়ে ট্র্যাফিক সিগন্যালে হাতে চকোলেট বার নিয়ে অভিনব চাকরির আবেদন
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে সে লড়াই এখনও চলছে। যুদ্ধের মধ্যেই অনিশ্চিত ভবিষ্যৎ বুকে করে ইউক্রেন ছাড়তে বাধ্য হন ভারতীয় পড়ুয়ারা। রীতিমতো যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে গিয়ে সেফ করিডর করে তাঁদের নিয়ে দেশে ফেরে ভারতীয় বায়ুসেনা। এই পরিস্থিতিতে রাশিয়ার এই বার্তা বিশ্ব রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল বলেই মত কূটনীতিকদের।