অস্ট্রেলিয়ায় ভারতীয় মহিলার রহস্যমৃত্যু । জানা গিয়েছে, রাস্তায় এক ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ । মৃতের নাম চৈতন্য মাধগনি । স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে । অস্ট্রেলিয়ার বাকলের ঘটনা । এদিকে একইদিনে মিরকা ওয়ে-তে আরও একটি দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে ।
ভিক্টোরিয়া পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, 'শনিবার উইনচেলসির কাছে বাকলেতে একজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্তে শুরু হয়েছে ।' পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী তাঁদের ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ।
পুলিশ সূত্রে খবর, মিরকা ওয়ে-তে যে দেহ উদ্ধার হয়েছে, তার সঙ্গে চৈতন্য মাধগনির মৃত্যুর ঘটনার কোনও যোগ থাকতে পারে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।