এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যহত। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছেড়ে আসার নির্দেশিকা দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর নির্দেশিকা জারি করা হয়েছিল। তখনও অনেক ভারতীয় ইউক্রেন ছাড়েন। ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস।
মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বেশি কিছু ফোন নম্বর দেওয়া হয়েছে। ভারতীয়রা বিপদে পড়লে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন।মঙ্গলবার ফের রাশিয়া দখলে থাকা মেলিটোপোল শহরে বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছে এক শিশু সহ মোট ৬ জন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সংস্থার অফিসের বাইরে বিস্ফোরক বোঝাই গাড়ি ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। আহত হন বেশ কয়েকজন।
আরও পড়ুন: কংগ্রেসের দায়িত্ব নেবেন মল্লিকার্জুন খাড়গে, দলকে একজোট করাই চ্যালেঞ্জ নতুন সভাপতির
গত ১৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারটি অঞ্চলে সামরিক আইন জারি করেছে। তার কয়েক ঘণ্টা পরই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সব ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। মঙ্গলবার নতুন করে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।