ভারতীয়দের জন্য আরও সহজ হল সৌদি আরব ভ্রমণ। এবার থেকে সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য ভারতীয় নাগরিকদের আর পুলিশের সার্টিফিকেটের প্রয়োজন হবে না। সৌদি দূতাবাসের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে।
সৌদি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, 'সৌদি আরব এবং ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের পরিপ্রেক্ষিতে, ভিসা পাওয়ার জন্য ভারতীয় নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) লাগবে না।' এছাড়াও বলা হয়েছে, 'সৌদিতে শান্তিপূর্ণভাবে বসবাসকারী ২০ লক্ষ ভারতীয় নাগরিকের অবদানের প্রশংসা জানাচ্ছে দূতাবাস।'
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত G-20 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সাক্ষাৎ হয়।তারপরই ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পুলিশি ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়ের ঘোষণা করল সৌদি দূতাবাস।
বর্তমানে বহু ভারতীয় নাগরিক সৌদি আরবে বসবাস করেন। অনেকেই কর্মসূত্রে সেখানে যাতায়াত করেন। ফলে এই সিদ্ধান্তে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নৎ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।