ইউক্রেনের খারকিভ থেকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না ভারতীয় পড়ুয়াদের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২ মার্চ ভারত সরাকারের তরফে খারকিভে থাকা ভারতীয়দের অবিলম্বে অনত্র সরে যাওয়ার নির্দেশিকা জারি করার পরই ওই ভিডিও ভাইরাল হওয়ায় তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু ভারতীয় পড়ুয়া খারকিভের রেল স্টেশনে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু পড়ুয়া ভারতীয়দের ট্রেনে উঠতেই দিচ্ছেন না। এনডিটিভিকে এক পড়ুয়া জানিয়েছেন, প্ল্যাটফর্মে প্রায় ১০০০ জন ভারতীয় পড়ুয়া অপেক্ষা করছেন ট্রেনে উঠবে বলে।
ভারতীয় দূতাবাস বুধবার টুইটারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "খারকিভে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা। নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এখনই খারকিভ ছেড়ে যান। পরিস্থিতির অবনতি হয়েছে।" দূতাবাসের নির্দেশ, ভারতীয়রা যেন সন্ধে ৬ টার মধ্যে খারকিভ ছেড়ে পেসোচিন, বাবায়ে, বেজলুডকার দিকে চলে যান।