রক্তাক্ত ইউক্রেন (Ukraine) থেকে শিশুদের নিয়ে ট্রেন এসে পৌঁছল পোল্যান্ডে। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খারকিভ শহর থেকে আসা ওই শিশুদের অবস্থা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শোচনীয় হয়ে পড়েছিল।
রুশ বাহিনীর ১০ দিনের ধারাবাহিক হানায় খারকিভ শহরের বিস্তীর্ণ অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘন বসতিপূর্ণ অসামরিক এলাকায় নির্বিচারে ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা বর্ষণে হতাহত হয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে শিশুরাও। খারকিভ ইউক্রেনের শ্রেষ্ঠ চিকিৎসার শহর হিসাবে পরিচিত৷ অথচ, যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়ে পড়েছিল দূরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাও।
আরও পড়ুন: Ukraine crisis: দেখুন ইউক্রেনে ব্লগারের রেকর্ডারে ধরা পড়া মিসাইল হানার হাড়হিম করা ভিডিয়ো
খারকিভের আহত এবং কঠিন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় শুক্রবার রাতে। বিশেষ মেডিক্যাল ট্রেনে ১২ জন শিশু এবং তাঁদের অভিভাবকদের আসা হল পোল্যান্ড সীমান্তে৷ একটি সাধারণ ট্রেনে আপৎকালীন চিকিৎসার কিছু বন্দোবস্ত করা হয়েছিল।