মানসিক অবসাদ এক অদ্ভুত আঁধারের নাম। ভুক্তভোগীমাত্রই জানেন, কী সাংঘাতিক দুর্বিষহ হতে পারে এই আঁধার। এবার এই অবসাদের থেকে মুক্তির জন্য তাঁর সংস্থা 'ইনার কসমস'-এর পক্ষ থেকে এক অভিনব আবিষ্কার প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রযুক্তিবিদ মেরন গ্রিবেৎজ। মস্তিষ্কে প্রতিস্থাপন করার মতো 'ডিজিটাল পিল' তৈরি করলেন তিনি, যা মানসিক অবসাদের চিকিৎসায় কাজে লাগবে। এই ডিজিটাল পিলের আবার দুটি ভাগ। প্রথমটিতে রয়েছে একটি ছোট ইলেকট্রোড, যা ঠিক মানবদেহের খুলির নিচে বসানো থাকবে এবং সেখান থেকেই মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হবে। আরেকটি ভাগে থাকবে একটি 'প্রেসক্রিপশন পড' । যেটির কাজ হল মস্তিষ্কের বর্তমান অবস্থার ছবি তুলে তার নিরীক্ষণ করা।
এই ডিজিটাল পিলের মূল কাজ হল, মানবদেহের মস্তিষ্কে যে ডোরসোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স (DLPFC) থাকে, সেটিকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের মাধ্যমে আনন্দের অনুভূতি তৈরি করা। যা অবসাদের সবথেকে বড় 'ওষুধ'।
বৈজ্ঞানিকদের মতে, এই ডোরসোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স (DLPFC)-এর জন্যই অবসাদ সৃষ্টি হয়। মস্তিষ্কের এই বিশেষ এলাকাটিতে বিবিধ তারতম্যের জন্যই মানুষের মধ্যে অমানবিকতা, স্বার্থপরতা বা মিথ্যে কথা বলার মতো পরিসর তৈরি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
"আমাদের লক্ষ্য, মানুষের মন এবং মস্তিষ্কের নিয়ন্ত্রিত চলনের ফলে সৃষ্ট এক নতুন দুনিয়া তৈরি করার", বলেন মেরন গ্রিবেৎজ।