আমেরিকায় গর্ভপাত ওষুধ (US Abortion Pill) সংক্রান্ত পোস্ট নিয়ে এবার তৎপর ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রাম (Instagram) । দু'দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । কিন্তু, তারপরেও কিছু সোশ্যাল মিডিয়ার পোস্ট সমস্যা তৈরি করছে । এই পরিস্থিতিতে আমেরিকায় গর্ভপাতের ওষুধের বিজ্ঞাপন ও পোস্ট মুছে দিতে শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম ।
গর্ভপাতের পদ্ধতি হিসাবে ওষুধ খাওয়া বর্তমানে আমেরিকায় জনপ্রিয় । সোশ্যাল মিডিয়ায় গর্ভপাত ওষুধ সংক্রান্ত কিছু পোস্টের মাধ্যমে প্রভাবিত হতেন সেখানকার মহিলারা । আমেরিকার যে সব প্রদেশে অতীতে গর্ভপাত নিষিদ্ধ করণ আইন ছিল, এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি স্পষ্টতই সেই সব প্রদেশে বসবাসকারী মহিলাদের সাহায্যের জন্য । ওই আইনগুলি শুক্রবার থেকে হঠাৎ করে কার্যকর হতে শুরু করেছে ৷ কারণ, মার্কিন সুপ্রিম কোর্ট সে দেশে ১৯৭৩ সাল থেকে চলে আসা গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দেয় ।
আরও পড়ুন, News Anchor Breaks Down in Live: হৃদয়বিদারক, সহকর্মীর মৃত্যুর খবর পড়তে গিয়ে কান্না উপস্থাপিকার
এরই মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মিম এবং স্ট্যাটাস আপডেটের বন্যা বইছে । সেখানে বলা হচ্ছে মহিলারা কীভাবে আইনত গর্ভপাতের বড়ি পেতে পারেন । কেউ কেউ এমন প্রদেশগুলিতে বসবাসকারী মহিলাদের কাছে প্রেসক্রিপশন মেইল করার প্রস্তাবও দিয়েছিলেন । এরপরই ফেসবুক ও ইনস্টাগ্রাম সেসব পোস্টগুলি মুছে ফেলা শুরু করে ।
প্রসঙ্গত, আমেরিকায় গর্ভপাত (US Abortion Verdict) সাংবিধানিক অধিকার নয় । প্রায় ৫০ বছর পুরানো গর্ভপাত (Abortion) সংক্রান্ত সাংবিধানিক অধিকার বাতিল করেছে সে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court) । শুক্রবার সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, আমেরিকার যে কোনও স্টেট চাইলেই মহিলাদের গর্ভপাতের অধিকার থেকে বিরত রাখতে পারে ।
আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,এই রায়ের পর আমেরিকার ২৬ টিরও বেশি স্টেট এক গুচ্ছ আইন প্রণয়ন শুরু করবে । সেসব আইনে গর্ভপাতকে নিষিদ্ধ করা হবে । গর্ভপাতকে অপরাধ হিসেবেও দেখানোর আইন তৈরি হবে । সেক্ষেত্রে, যেসব জায়গায় গর্ভপাত আইনত বৈধ, আমেরিকার মহিলাদের গর্ভপাত করানোর জন্য সেসব জায়গায় যেতে হতে পারে ।