বর্বরতার নতুন নজির গড়ল ইরান সরকার। লেখক সলমন রুশদির (Salman Rushdie) হামলাকারীকে হাজার বর্গমিটার কৃষিজমি উপহার দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের সরকারি টিভি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু আলি খোমেইনির নামাঙ্কিত একটি সরকারি সাহায্যপ্রাপ্ত ট্রাস্টের প্রধান মহম্মদ ইসমাইল জারেই বলেছেন, হাদি মাতারের (Hadi Matar) বীরোচিত আক্রমণের ফলে রুশদি এখন জীবন্মৃত। তাই হাদিকে পুরস্কৃত করা হবে। ২৫ বছরের হাদি অবশ্য এখন নিউ ইয়র্কের জেলে বন্দি। তার অনুপস্থিতিতে হাদির কোনও প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিতে চায় ইরান।
হাদি মাতারের ছুরির আঘাতে রুশদি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন৷ তাঁর একটি হাত স্থায়ীভাবে অকেজো হয়ে গিয়েছে। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাড়ের স্নায়ু।
আটের দশকে আলি খোমেইনির পূর্বসূরি আয়াতাল্লা খোমেইনির আমলে রুশদির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল। রুশদির অপরাধ, তিনি 'দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাসটি লিখেছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই বিশ্ববন্দিত লেখক।