ইজরায়েলকে এবার চরম হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাশাপাশি প্যালেস্তাইন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইঝরায়েলের দিকে ইরান যে মিশাইল হামলা চালিয়েছে সেই পুরো বিষয়টিকে জনসেবা বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রায় পাঁচ বছর পর জনসমক্ষে আসেন আয়াতোল্লা আলি খামেনেই। তেহরানের একটি ধর্মস্থানে বক্তব্য রাখেন তিনি। উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। সেখানে খামেনেই ঘোষণা করেন, হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েল টিকতে পারবে না। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। এবং জানিয়ে দেন পূর্ণ সমর্থন রয়েছে।
গত সপ্তাহে উদ্ধার হয় হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার দেহ। লেবাননের রাজধানীর বেইরুটের দক্ষিণ দিকের একটি শহর থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। সংবাদসংস্থা রয়টার্সের তরফে এই খবর জানানো হয়েছিল। যদিও হিজবুল্লার তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য নাসরাল্লার দেহ উদ্ধারের পর পরবর্তী প্রধান হিসেবে হাশেমকে বেছে নিতে চলেছে হেজবোল্লা। এই পরিস্থিতি ইজরায়েলকে হুঁশিয়ারি দিলেন খামেনেই। অন্যদিকে খামেনেইকে হত্যা করতে চায় তেল আভিভ। ইজরায়েলের সরকারি সংবাদমাধ্যমে এবিষয়ে জানিয়েছে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক।
যত সময় যাচ্ছে ততই লেবানন ও ইজরায়েলের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় লেবাননের একাধিক জায়গায় ইজরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ। এর জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭। এবং জখম হয়েছেন প্রায় ১৫১ জন।
২০২৩ সালের শেষ থেকেই লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আকাশপথে লেবাননের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। যদিও এর পালটা জবাব দিতে পিছপা হয়নি লেবানন।