Iran-Israel Tension : ইজরায়েলের উপর ড্রোন ও মিসাইল 'হামলা' ইরানের, শুরু যুদ্ধ ?

Updated : Apr 14, 2024 07:41
|
Editorji News Desk

ইজরায়েলের উপর ড্রোন হামলা ইরানের । একইসঙ্গে ইজরায়েলকে লক্ষ্য করে মিসাইলও ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে । হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েল সেনাবাহিনী । উল্লেখ্য, সম্প্রতি, ইজরায়েল-ইরান অশান্তি চলছে বেশ কয়েকদিন ধরে । ইজরায়েলের উপর হামলা চালানোরও হুঁশিয়ারি দেয় ইরান । ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছিল । অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল । অন্যদিকে, ইজরায়েলের জাহাজ আটক করেছে ইরান ।  জানা গিয়েছে, ওই জাহাজে ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয় । তাঁদের দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে নয়া দিল্লি ।

ইরান কী জানিয়েছে ?

জানা গিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শনিবার ইজরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে । সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েলি বোমাবর্ষণের বদলা নিতেই এই হামলা বলে জানিয়েছে তারা । এদিকে, ইরানের হামলার কথা নিশ্চিত করেছে ইজরায়েলি সেনাও । ইজরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, "ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য তৈরি।"

এদিকে সম্প্রতি, পণ্যবাহী জাহাজ 'এমএসসি এরিজ'-কে আটক করেছে ইরান। জানা গিয়েছে, ইজরায়েলের ব্যবসায়ী ইয়েল ওফারের সঙ্গে যোগ রয়েছে ওই পণ্যবাহী জাহাজের । ওই আটক জাহাজের মধ্যে ১৭ জন ভারতীয় রয়েছেন বলে খবর । যাতে ওই পণ্যবাহী জাহাজে থাকা ভারতীয়দের খুব শিগগিরই ছেড়ে দেওয়া হয়, তার জন্য তেহরানের সঙ্গে জোরদার কূটনৈতিক আলোচনা শুরু করেছে ভারত  ।

Iran

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার