দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। প্রতিকূল আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করানো হচ্ছিল। শেষ পর্যন্ত পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে খবর। ইরান প্রশাসনের এক শীর্ষ পদাধিকারী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের প্রেসি়ডেন্ট ও বিদেশমন্ত্রীর অবস্থা 'আশঙ্কাজনক'। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুবই কম। চলছে উদ্ধারকাজ।
ইরানের সরকারি সংবা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট যে চপারে ছিল, তাতেই এই বিপত্তি ঘটে। তাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পূর্ব আজারবাইজার প্রদেশে সফরে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সঙ্গী ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী।
ইরানের সরকারি সংস্থা জানিয়েছে, খুব দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা চালানো হচ্ছে। ইরান প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার জন্য রইসির চপার 'হার্ড ল্যান্ডিং' করে।