গাজায় ইজরায়েলি এয়ারস্ট্রাইক ও সামরিক হানার তীব্র বিরোধিতা করে সমস্ত ইসলামিক রাষ্ট্রকে ইজরায়েলে খাদ্য ও তেল সরবরাহ বন্ধ করার অনুরোধ জানালেন ইরানের রাষ্ট্রনেতা আয়াতোল্লা খোমেইনি। বুধবার তেহরানে পড়ুয়াদের উদ্দেশে একটি ভাষণে এই কথা বলেন তিনি। এর আগে গত ৭ অক্টোবর ইজরায়েলের বিরুদ্ধে হামাসের হানার স্বপক্ষেও মন্তব্য করেছিলেন খোমেইনি।
বুধবার খোমেইনি বলেন, "গাজায় যে অপরাধ সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত ইসলামিক রাষ্ট্রের একজোট হওয়া উচিত। গাজার বাসিন্দাদের ওপর ইজরায়েলের এই হানা অবিলম্বে বন্ধ হোক"।
তিনি বলেন, "ইজরায়েলের ভূখণ্ডে সমস্ত ধরনের খাদ্য ও তেল সরবরাহ বন্ধ করুক এই ইসলামিক রাষ্ট্রগুলি।
উল্লেখ্য, উত্তর গাজার বৃহত্তম রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়েছে ইজরায়েল । ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । এই একই ঘটনায় পরিবারের প্রায় ১৯ সদস্যকে হারালেন 'আল জাজিরা'-র এক কর্মী । কয়েকদিন আগেই ইজরায়েলি হামলায় সংস্থার এক সাংবাদিকের স্ত্রী, সন্তানরা প্রাণ হারিয়েছেন । এবার 'আল জাজিরা'-র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হারালেন, তাঁর বাবা-মা, ভাই-বোনদের ।
আল জাজিরা জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পে বোমা হামলায় মহম্মদ আবু আল কামসানের বাবা, দুই বোন, আট ভাগ্নে ও ভাগ্নি, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, তাঁদের চার সন্তান, ভগ্নিপতি এবং এক কাকা প্রাণ হারিয়েছেন ।