২২ বছরের ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুতে ইরানের সরকারের 'নীতিপুলিশি'র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন সে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা। ঘটনার প্রতিবাদ স্বরূপ নিজেদের চুল কেটে ক্যামেরার সামনে প্রকাশ্যেই হিজাব পোড়াতে দেখা যাচ্ছে বহু ইরানি মহিলাকেই। এরকম বেশ কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুলিশ হেফেজতে মৃত্যু হয়েছে মাহসার। 'ভুল ভাবে' হিজাব পরা হয়েছে, চুল পুরো ঢাকেনি হিজাবে, এই অপরাধে মহসাকে গ্রেফতার করেছিল ইরানের পুলিশ, পুলিশ হেফাজতেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই জোরালো হতে থাকে প্রতিবাদ। পশ্চিম ইরানের বেশ কয়েকটি ভিডিওতে সরকার বিরোধী স্লোগান দিতে শোনা গিয়েছে মহিলাদের। কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ।
পুলিশ মহাসার মৃত্যুর সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু হয়েছে, যদিও মৃতার আত্মীয়ের দাবি, মাহসার আগে কখনও হার্টের সমস্যা ছিল না।
সাত বছরের বেশি বয়সী নারীদের হিজাব পরা ইরানে পরতে বাধ্যতামূলক। এ হেন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠছে দেশের মহিলারা।