২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel peace prize 2023) পেলেন ইরানের মানবাধিকার আন্দোলনের কর্মী নার্গিস মোহম্মদি। ইরানে মহিলাদের প্রতি অত্যাচারের প্রতিবাদে তাঁর রুখে দাঁড়িয়ে লড়াই করা এবং কারাগারের মধ্যে থেকেও সেই লড়াই জারি রাখাকে সম্মান জানিয়ে তাঁকে এই পুরস্কার দেওয়া হল বলে জানায় নোবেল কমিটি। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, 'ভয়াবহ ব্যক্তিগত বিপর্যয় সামলে উঠে লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন তিনি'।
উল্লেখ্য, মোট ১৩ বার গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২০২২ সালের নভেম্বর থেকে তেহরানের একটি জেলে আটক নার্গিস মোহম্মদি। গোটা বিশ্বের মানবাধিকার কর্মীরা তাঁর মুক্তির দাবিতে সরব। নোবেল কমিটির এই সিদ্ধান্ত গোটা বিশ্বের মানবাধিকার কর্মীদের লড়াইকে সম্মান জানাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।