ফের ইরানে মাহসা কাণ্ডের পুনরাবৃত্তি। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে পুলিশের মারে মৃত্যু হল এক কিশোরীর। তাঁর নাম আরমিতা জেরাভান্দ। প্রায় ২৮ দিন কোমায় থাকার পর শনিবার মৃত্যু হয় তাঁর।
সংবাদ সংস্থা AFP-র খবর অনুযায়ী, সঠিকভাবে হিজাব না পরার অভিযোগ ওঠে আরমিতার বিরুদ্ধে। চলতি মাসের ৩ তারিখে মেট্রোতে যাওয়ার সময় ইরান পুলিশের হাতে হেনস্থা হন তিনি। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। অবশেষে শনিবার মৃত্যু হয় ।
এর আগে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বরও একই ঘটনা ঘটেছিল। সেসময় পুলিশের হাতে প্রহৃত হন ২২ বছর বয়সী মাহসা আমিনি। হিজাব না পরায় তাঁকে আটকানো হয় বলে অভিযোগ ওঠে। পুলিশের মারের পরেই মৃত্যু হয় মাহসার ।