হতাশা, বিষণ্ণতা থেকে নিজের ক্ষতি করার জন্য পরপর ব্যাটারি (Battery) গিলেছিলেন এক বৃদ্ধা । সম্প্রতি, তাঁর পেট থেকে উদ্ধার হল একটা দু'টো নয়, ৫৫টি ব্যাটারি (55 Batteries in Woman's Stomach)। যা দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের । ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে ।
ঘটনার রিপোর্ট প্রকাশিত হয় আয়রিশ মেডিক্যাল জার্নালে । জানা যায়, ৬৬ বছর বয়সি এক মহিলার পেট থেকে ‘ডবল এ’ এবং ‘ট্রিপল এ’ আকারের মোট ৫৫টি ব্যাটারি উদ্ধার করেছেন চিকিৎসকরা । প্রথমে ওই মহিলার পেট এক্স-রে করে দেখা যায়, সেখানে বেশ কিছু ব্যাটারি রয়েছে । চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছিলেন যে,মহিলা মলত্যাগ করলে ব্যাটারিগুলি বেরিয়ে আসবে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পরে পর্যন্ত মহিলার মল দিয়ে মাত্র পাঁচটি ব্যাটারি বের হয়। মহিলার পেটে ক্রমাগত ব্যথা হচ্ছিল । তার উপর ব্যাটারির ওজনের কারণে মহিলার নিম্নভাগের হাড়ে চাপ পড়ছিল । তাই বাধ্য হয়ে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা ।
আরও পড়ুন, US Viral Snake Photos : বাথরুমে লুকিয়ে সাপ ! পুলিশকে সাহায্যের জন্য ফোন আমেরিকার পরিবারের
অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকদের । ৪৬টি ব্য়াটারি বের করেন তাঁরা । আর বাকি চারটি ব্যাটারি মলদ্বার দিয়ে বের করা হয় । সব মিলিয়ে ধাপে ধাপে মোট ৫৫টি ব্যাটারি বের করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন,এর আগে কোনও রোগীর পেট থেকে এত সংখ্যক ব্যাটারি থাকার ঘটনা ঘটেনি ।