উত্তর গাজার আরও গভীরে পৌঁছে গেল ইজরায়েলের সেনাবাহিনী। তাঁরা সেখানে একাধিক পাকা বাড়িতে আশ্রয়ও নিয়েছে। এদিকে ইজরায়েলকে সতর্ক করেছে গাজার স্বাস্থ্য কর্মী এবং রাষ্ট্রপুঞ্জ। তাদের অভিযোগ, হাসপাতালের খুব কাছাকাছি এলাকায় বিমানে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। কিন্তু ওই হাসপাতালে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৮০০০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগ মহিলা এবং নাবালক।
ইজরায়েলি সেনার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেনা জওয়ানদের নিয়ে একাধিক গাড়ি উত্তর গাজার দিকে এগোচ্ছে। সেনা জওয়ানরা একাধিক বাড়িতে আশ্রয় নিচ্ছে। যদিও ঠিক কোন জায়গা দিয়ে সেনাবাহিনী এগোচ্ছে তা জানা যায়নি।
ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তাঁদের লক্ষ্য করে একাধিক গুহা এবং বিল্ডিং থেকে হামলা চালিয়েছিল হামাসের বন্দুকবাজরা। পালটা জবাবও দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। ঘটনায় বেশ কয়েকজন হামাস বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে।