কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা (Gaza) ভূখণ্ড। এর মধ্যেই গাজার বাসিন্দাদের জন্য মাত্র ৩ ঘণ্টা সময় বেঁধে দিল ইজরায়েল (Israel)। এই সীমা অতিক্রমের পরই গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাবে বলে হুঁশিয়ারি জারি করল ইজরায়েল। ইজরায়েলের (Israel) সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা গাজায় স্থল, বিমান ও নৌ হামলার পরিকল্পনা করছে।
ইজরায়েলের পক্ষ থেকে বলা হয়, “গাজা ভূখণ্ডের বাসিন্দা এবং উত্তর গাজার বাসিন্দাদের আমরা আগেই অনুরোধ করেছিলাম যে, নিরাপত্তার কারণেই আপনারা দক্ষিণ দিকে সরে যান। আমরা এখন জানাচ্ছি, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আমরা ওই অঞ্চলে কোনও দমনমূলক পদক্ষেপ করব না। এই সময়ের মধ্যে আপনারা গাজার উত্তরের অংশ থেকে দক্ষিণ দিকে চলে যান।”
আরও পড়ুন: ফের ইজরায়েলকে রণতরী পাঠাল আমেরিকা, পালটা হুঁশিয়ারি দিল ইরান
অন্যদিকে, ইজরায়েলের (Israel-Palestine conflict) জন্য ফের আরও একটি রণতরী পাঠাল আমেরিকা। এই রণতরীটি যুদ্ধবিমান পরিবহণ করতে সক্ষণ। ভূমধ্যসাগরে এই যুদ্ধজাহাজ পাঠানো হবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইসেনহাওয়ারের নাম অনুযায়ী ওই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে।
আমেরিকার তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই আগের রণতরীর সঙ্গে কাজ শুরু করবে নতুন এই যুদ্ধজাহাজ।