হামাসদের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ইজরায়েল। এরই মাঝে ভারতীয়দের জন্য বিশেষ সুবিধার কথা জানাল নেতানিয়াহুর সরকার। ইজরায়েলের বিভিন্ন এলাকার নির্মাণকাজে প্রায় ১ লাখ ভারতীয় শ্রমিক নিয়োগ করার কথা ঘোষণা করল তারা। মূলত প্যালেস্তিনীয়রা ইজরায়েলের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তাঁদের ভিসা বাতিল করে দেওয়ায় কর্মচ্যুত হয়েছেন তাঁরা। ফলে তাঁদের জায়গায় কাজ করার সুযোগ পাবেন ভারতীয়রা।
ভারতীয়দের প্রতি ইজরায়েলের এই মনোভাবের ফলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হবে।
ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সুদৃঢ়। আগে থেকেই নেতানিয়াহুর দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফরে গিয়েছিলেন।
Read More- গাজায় মৃত্যুমিছিল অব্যাহত, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াল
প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধ মঙ্গলবার একমাস অতিক্রান্ত হল। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গাজা ভূখন্ডকে তারা দুটি ভাগে ভাগ করে দিয়েছে। এবং গাজাকে পুরোপুরি ঘিরে ফেলেছে তারা।