যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। মঙ্গলবার রাতে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৫০০ লোকের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শহরের অন্যতম বড় এই হাসপাতালে হাজার হাজার জখম প্যালেস্তিনীয় নাগরিক ভর্তি ছিলেন। ইজরায়েলের বিমান হানার ভয়ে বহু মানুষ হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।
যদিও হামলার কথা অস্বীকার করেছে ইজরায়েলের সামরিক বাহিনী।
ইজরায়েলের সেনাবাহিনী বরং এক্স মাধ্যমে স্পষ্ট জানিয়েছে এই হামলার পিছনে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ-এর হাত রয়েছে। ইজরায়েলের দাবি, তাদের দেশের দিকেই গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটাই গাজার ওই হাসপাতালের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। গাজার রকেট হামলা ইজরায়েলের বদলে তাদের নিজেদের দেশের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই টুইটে।