হামাস-ইজরায়েলের পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার পরে শোচনীয় অবস্থা গাজার। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজায় ঘরছাড়া এক লক্ষ ৮৭ হাজার ৫০০ জন মানুষ। তাঁরা রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়ে আছেন। এর মধ্যে হাজার তিনেক মানুষ সংঘর্ষের কারণে আগে থেকেই ঘরছাড়া।
গাজায় বিদ্যুৎ-পানীয় জল সরবরাহ বন্ধ। নেই খাবার, জরুরি পরিষেবা। হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেকে। ভয়াবহ এই অবস্থায় আটকে পড়া মানুষজনকে বের করে আনার জন্য একটি হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
Israel: যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে হুগলির গবেষক, দুশ্চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারছে না পরিবার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিক জেনেভায় বলেছেন, "অবিলম্বে চলমান সংঘর্ষ এবং হিংসায় ইতি চাইছে হু। হিউম্যান করিডর তৈরি করে আহতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হোক।" জ্বালানি এবং বিদ্যুৎ না থাকলে হাসপাতালে পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই অবিলম্বে সে-সব চালু করার আর্জি জানিয়েছেন তিনি।