গাজা (Gaza) থেকে ইসরায়েলে (Israel-Palestine Crisis) নজিরবিহীন হামলা। যুদ্ধঘোষণা ইজরায়েলেরও। ইসরায়েলের জরুরি বিভাগ বলছে, প্যালেস্তানিদের দিক থেকে আকষ্মিক হামলা করা হয়েছে। প্রায় ৫০০০ রকেট আকাশে উড়তে আসতে দেখা যায়। দেশের দক্ষিণ ও মধ্য ভাগে তা আছড়ে পড়ে।
ইজরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার দেশ যুদ্ধের মধ্যে রয়েছে। প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দিক থেকে আকষ্মিক আক্রমণ শুরু করে। ইজরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, প্যালেস্তাইনের প্রায় ২৫০০ রকেট নিক্ষেপ করেছে। এছাড়া সমুদ্র, স্থলপথ ও প্যারাগ্লাইড করে ইসরায়েলে প্রবেশ করছে। ইজরায়েলের পক্ষ থেকেও বিমান হামলা চালানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন: ইজরায়েল সীমান্ত পার করছে সশস্ত্র সেনাবাহিনী, ভিডিয়ো প্রকাশ প্যালেস্তাইনের
প্যালেস্তাইনের পক্ষ থেকে মাহমুদ আবাস বলেছেন, প্যালেস্তইনদের নিজেদের রক্ষা করার অধিকার আছে। হামাসের দাবি , তাঁরা ৩৫ জন ইজরায়েলিদের বন্দি করেছে। এই নিয়ে মুখ খোলেনি ইজরায়েলের সামরিক বিভাগ।