হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। তারই মধ্যে গাজা উপত্যকায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। রবিবার গাজার দক্ষিণ অঞ্চলে গিয়েছিলেন তিনি। সেখানে ইজরায়েলি সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন । হুমকি দেন, গাজায় যুদ্ধ অব্যাহত রাখা হবে।
বেঞ্জামিন নেতানিয়াহুর দক্ষিণ গাজা পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। সেখানে তিনি জিম্মিদের ফিরিয়ে আনার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের মোট তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমত, হামাসকে নির্মূল করা। দ্বিতীয়ত সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং গাজা যাতে না ইজরায়েলকে আর হুমকি দেয় সেই ব্যবস্থা করা।