ইজরায়েল-হামাসের সংঘর্ষে এবার গুরুতর আহত হলেন এক ভারতীয় মহিলা । জানা গিয়েছে, সীজা আনন্দ নামে ওই মহিলা কেরলের বাসিন্দা । কাজের সূত্রে,ইজরায়েলের অ্যাশকেলন শহরে থাকতেন । শনিবার নাগাদ রকেট হামলায় গুরুতর চোট পান । হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । তবে, জানা গিয়েছে, বর্তমানে তিনি বিপন্মুক্ত ।
জানা গিয়েছে, গত শনিবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সিজা । যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে কেমন আছেন তিনি, সেই বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলছিলেন । তিনিও যে কখন এই যুদ্ধের বলি হয়ে যাবেন সেই ভয়ে সিঁটিয়ে থাকতেন সিজা । ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধে এই প্রথম কোনও ভারতীয়র আহত হওয়ার খবর সামনে এল ।
জানা গিয়েছে, সিজা সেখানে ৭ বছর ধরে বসবাস করছেন । পরিচারিকার কাজ করেন সেখানে । এরকম বহু ভারতীয় সেখানে বয়স্ক মানুষের পরিচর্যার কাজ করেন । যাঁরা এই মুহূর্তে ইজরায়েলে আটকে রয়েছেন ।