গাজার আল শিফা হাসপাতালের দখল নিল ইজরায়েলের সামরিক বাহিনী। হামাসের বিরুদ্ধে আক্রমণ হানা হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইজরায়েলের ডিফেন্স ফোর্স।
বিবৃতিতে জানানো হয়েছে, হিউম্যান শিল্ড হিসেবে হামাস যাদের ব্যবহার করছে, সেই সব সাধারণ মানুষের বিরুদ্ধে আঘাত হানা ইজরায়েলের উদ্দেশ্য নয়।
Vaiphota Sweets: মিষ্টিমুখ ছাড়া কীসের ভাইফোঁটা? রাতভর ময়রা পাড়ায় চলল মিষ্টি তৈরি
গাজার আল শিফা হাসপাতালকে নিজেদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করেই চলেছে বলে একাধিক বার দাবি করেছে ইজরায়েল। যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বারো ঘণ্টার মধ্যে, হামাস গোষ্ঠীকে সেই সব কার্যকলাপ বন্ধ করার হুশিয়ারি দেওয়া সত্ত্বেও কাজ হয়নি বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।