গাজায় অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক ইজরায়েলি সেনাবাহিনী । কারও জ্বর, কারও ডায়রিয়া সকলেই প্রায় অন্ত্রের সমস্যায় ভুগছেন । জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে । ইজরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ।
সোমবার ইয়েদিওথ আহরোনোথ রিপোর্ট বলছে, ইজরায়েলি সৈন্যদের মধ্যে অন্ত্রের রোগে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে । ৭ অক্টোবর থেকে গাজায় আক্রমণ শুরু করেছে ইসরায়েল । গাজাতেই মোতায়েন রয়েছেন ইজরায়েলি সেনারা । তখন অনেক রেস্তোরাঁ এবং ব্যক্তি ইসরায়েলি বাহিনীকে খাদ্য সামগ্রী দান করেছে । সেই খাদ্যেই বিষক্রিয়া হয় বলে রিপোর্টে জানা গিয়েছে ।
জানা গিয়েছে, বহু সৈনিকের শরীরে খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ রয়েছে । যেমন, জ্বর,ডায়রিয়া । গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন সেনারা । এই রোগ খুব সাংঘাতিক । আশদোদের আসুতা জেনারেল হাসপাতালের তরফে জানানো হয়েছে, সংক্রমণ যদি ১০ জন সৈন্যের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাপমাত্রা যদি ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরে জ্বর হয় এবং প্রতি ২০ মিনিটে তাদের ডায়রিয়া শুরু হয়, তবে তাঁদের মৃত্যুর ঝুঁকি ক্রমশ বাড়ে ।