প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধে এবার হুংকার ছাড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, হামাস যুদ্ধ শুরু করলেও ইজরাইল তা শেষ করবে।
শনিবার ইসরায়েলের উপর আচমকা হামলা শুরু করে প্যালেস্টাইন। পালটা আক্রমণ করে ইসরায়েল। ফলে কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয় দুই দেশ। তিন দিন কেটে গেলেও চলছে যুদ্ধ। এই পরিস্থিতিতে ফের হুংকার ছাড়লেন নেতানিয়াহু।
মঙ্গলবার তিনি দেশবাসীর উদ্দেশে জানিয়েছেন, "ইজরায়েলে এই যুদ্ধ চললেও তা আমরা শুরু করিনি। তবে আমরাই সেই যুদ্ধ শেষ করব।" তিনি হামাসকে সরাসরি আই এস বলেও দাবি করেছেন। এদিকে ইজরায়েল দাবি করেছে, তারা এখনও পর্যন্ত ১৫০০ হামাস বন্দুকবাজের দেহ উদ্ধার করেছে।