গাজার হাসপাতালে বিস্ফোরণের দায় স্বীকার করে একটি সোশ্যাল পোস্ট দিয়ে পরে তা মুছে দেন ইজরায়েলের (Israel) মুখপাত্র। গাজার হাসপাতালে বিস্ফোরণকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে দু'দেশের অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যেই এই দাবি করলেন রাষ্ট্রসংঘের প্যালেস্তাইনের (Israel-Palestine conflict) দূত রিয়াদ মনসুর। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু দাবি করেছিলেন, ইজরায়েল নয়, গাজার হাসপাতালে (Gaza hospital blast) বিস্ফোরণের নেপথ্যে রয়েছে ইসলামিক জিহাদি গোষ্ঠীর 'হাত'। সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে মনসুর বলেন, "নেতানিয়াহু একজন মিথ্যেবাদী। ওঁর ডিজিটাল মুখপাত্র টুইট করে বলেছিলেন, ওই হাসপাতালের আশেপাশে হামাস-এর 'ঘাঁটি' আছে সন্দেহ করেই এই হামলা চালিয়েছে ইজরায়েল। পরে তিনি ওটা মুছে দেন। আমাদের কাছে সেই টুইটের কপিও রয়েছে। এখন ইজরায়েল তাদের বয়ান সম্পূর্ণ বদলে দিয়ে প্যালেস্তাইনের (Israel-Palestine conflict) উপরই দোষ চাপাতে চাইছে। এই হানার জন্য সম্পূর্ণভাবে ইজরায়েলই দায়ী। উল্টোপাল্টা গল্প ফেঁদে সেই দায় এড়ানো যাবে না আর"।
আরও পড়ুন: বিধ্বংসী বিমান হানায় গাজার হাসপাতালে অন্তত ৫০০ জন নিহত, চাপা পড়ে বহু মানুষ
বিগত ১০ দিন ধরে চলছে হামাস ও ইজরায়লের যুদ্ধ। ইতিমধ্যে প্রায় চার হাজার জনেরও বেশি নিহত হয়েছে। যদিও ইজরায়েলের তরফে এখনও স্থলপথে যুদ্ধ শুরু করা হয়নি। কিন্তু মঙ্গলবারই একাধিক স্কুলে আকাশপথে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনাবাহিনী।