বছরের প্রথম দিনেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একই দিনে ১৫৫ বার ভূকম্পন অনুভূত হল জাপানে। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্প ইতিমধ্যে কাড়ল ৮ টি প্রাণ। ২০২৪-এর প্রথমদিন বর্ষবরণের উদযাপনে মেতে ছিল গোটা বিশ্ব, সে সময়ই একের পর এক কম্পন অনুভূত হয় জাপানে।
Ram Temple-Arun Yogiraj: বাছাই পর্ব শেষ, রাম মন্দিরে বসছে কোন শিল্পীর তৈরি ভাস্কর্য?
লাগাতার কম্পনের মাঝেই সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়। প্রায় ১ মিটার লম্বা ঢেউ আছড়ে পরে সমুদ্র তীরে। সারা দেশে জারি করা হয় সুনামি সতর্কতা। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA) জানিয়েছে, ইশিকাওয়া এবং আশেপাশের প্রিফেকচারে এই ভূমিকম্প আঘাত হানে।
জাপানের প্রায় ৩২,৭০০ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে খাবার, পানীয় জল, জ্বালানি তেল, কম্বল প্রভৃতির পর্যাপ্ত জোগানের ব্যবস্থা করেছে প্রশাসন।