ছোট পরিবার, সুখী পরিবার। দুজনের বেশি সন্তান নৈব নৈব চ। ভারতে বহুদিন আগেই পরিবার পরিকল্পনা বিষয়ক এই স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার সেই স্লোগানের থেকেই যোজন দূরত্বে দাঁড়িয়ে অভিনব ঘোষণা করল জাপান। দেশের জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রতি নবজাতকপিছু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সংশ্লিষ্ট পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করল সরকার। প্রথমে ঠিক হয়েছিল এই অঙ্কটি নবজাতক পিছু ৪ লক্ষ ২০ হাজার ইয়েন। কিন্তু, দেশজুড়ে জনমানসে অর্থের অঙ্ক নিয়ে ক্ষোভ তৈরি হওয়ায় সেটি বাড়িয়ে ৫ লক্ষ ইয়েন করার কথা জানিয়েছেন জাপানের স্বাস্থ্যমন্ত্রী ফুমিয়ো কিশিদা। ২০২৩ এর অর্থবর্ষ থেকেই এই পরিকল্পনাকে সরকারি আওতায় নিয়ে আসা হবে।
জানা গিয়েছে, দেশে মূল্যবৃদ্ধি তীব্র হওয়ার ফলে জনসাধারণের মধ্যে সন্তানপালনের অনিচ্ছা তৈরি হয়েছে। সাধারণত জাপানের হাসপাতালে নবজাতকদের জন্মপিছু গড়ে ৪ লক্ষ ৭৩ হাজার ইয়েন খরচ হয়। সেই কারণেই অর্থের অঙ্কটি বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।