জল ভেবে স্যানিটাইজার (Sanitizer) পান করে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েক জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে জাপানের (Japan) একটি স্কুলে। ইয়ামানাশি (Yamanashi school)-র একটি স্কুলে ৫ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিল বহু পড়ুয়া। প্রতিযোগিতাস্থলে কিছু দূর অন্তর প্রতিযোগীদের জন্য জলের ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু জলের সেই কাউন্টারগুলির মধ্যে একটিতে জলের বদলে স্যানিটাইজার রেখে দেওয়া হয় কাপে। তারপরই ঘটে বিপত্তি। জল ভেবে স্যানিটাইজার পান করে অসুস্থ হয়ে বমিও করতে থাকে তারা, একজন পড়ুয়া পড়ে যায়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, পড়ুয়ারা জল ভেবে স্যানিটাইজার খেয়ে ফেলেছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি অসুস্থ পড়ুয়া এবং তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ইয়ামানাশির গভর্নর।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বচ্ছ বোতলে স্যানিটাইজার এবং পাশের বোতলে জল থাকায় অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে গিয়েছে।